নিজস্ব প্রতিনিধি- ফাঁদ পেতে খাবারে বিষ মিশিয়ে বিরল প্রজাতির বহু সংখ্যক পরিযায়ী পাখিদের হত্যা করে কিছু নির্দয় মানুষ।পাখিগুলিকে খাবার হিসেবে গ্রহণ করার জন্য।এই ঘটনা ঘটেছে ত্রিপুরার উদয়পুরে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এই পরিযায়ী পাখি গুলো বিভিন্ন জায়গায় পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়ানোর জন্য স্থান পরিবর্তন করে থাকে। এই ঘটনায় পরিবেশের ভারসাম্য নিয়ে এবং পরিবেশ সচেতনতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।