‘নিওকভ’ নিয়ে সতর্কবাণী উহানের বিজ্ঞানীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘নিওকভ’ নিয়ে সতর্কবাণী উহানের বিজ্ঞানীদের

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আগমনের পর থেকে অনেকেই অনুমান করেছেন, এবার হয়ত ওমিক্রনের হাত ধরে করোনা মহামারী পরিস্থিতির ইতি পড়তে চলেছে। কিন্তু এরই মধ্য়ে আরও একটি তত্ত্ব উঠে আসছে। জানা গিয়েছে, এবার ‘নিওকভ’ ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে। চিনের উহানে ২০১৯ সালে যে কোভিড - ১৯ ভাইরাসের খোঁজ মিলেছিল, তারই একটি ভ্যারিয়েন্ট হল ‘নিওকভ’। উহানের বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকায় এই নতুন ধরণের ভাইরাস ‘নিওকভ’ সম্পর্কে সতর্ক করেছেন। আর সবথেকে ভয়ের যে বিষয়টি, তা হল – এই ভ্যারিয়েন্টটির কারণে মৃত্যু হার এবং সংক্রমণের হার দুটিই বেশি। গবেষকদের মতে, “মানব দেহের কোষে এই ভাইরাস ঢোকার জন্য শুধুমাত্র একটি মিউটেশনের প্রয়োজন। গবেষণায় দেখা গিয়েছে, এই ভাইরাসটির ফলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি ‘নিওকভ’ থেকে সেভাবে সুরক্ষা দিতে পারবে না।”