৩৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ব্রহ্মোস মিসাইল কিনল ফিলিপিন্স

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৩৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ব্রহ্মোস মিসাইল কিনল ফিলিপিন্স

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের থেকে ৩৭৫ মিলিয়ন ডলার দিয়ে ব্রহ্মোস মিসাইল কিনতে চুক্তি সই করল ফিলিপিন্স। এই প্রথম ভারতে তৈরি অস্ত্র বিদেশে রফতানি করা হবে। ভারত ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় তৈরি ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রটির যান্ত্রিক সিস্টেম যুক্ত করা হয় হায়দরাবাদের ব্রাহ্মোস ইন্টিগ্রেশন কমপ্লেক্সে। এখানেই মিসাইলের ইলেকট্রনিক সিস্টেম একত্রিত করা হয়। এই চুক্তির আওতায় ভারতের থেকে ব্রহ্মসের তিনটি ‘ব্যাটারি’ পেতে চলেছে ফিলিপিন্স। ব্রহ্মোস আদতে একটি অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম। ফিলিপিন্সের নৌসেনার ঝুলিতে এই মিসাইলগুলি যাচ্ছে বলে জানা গিয়েছে। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসনের মধ্যে ফিলিপিন্সের কাছে এই মিসাইলগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে।