নিজস্ব সংবাদদাতাঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম পূরণের লাইনে বিশৃঙ্খলার অভিযোগ। কলকাতা পুরসভা ভবনের সামনে বিশাল লাইন পড়ে যায়। কেউ এসেছেন রাত থেকে, আবার কেউ ভোরে। কোভিড বিধি শিকেয় উঠেছে। মাধ্যমিক থেকে স্নাতকস্তর পর্যন্ত যে সব পড়ুয়া ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের যোগ্য। প্রতিদিন পুরসভার দফতর থেকে ১০০ জন করে পড়ুয়াকে স্কলারশিপ দেওয়ার কথা। লাইনে দাঁড়ানো পড়ুয়াদের অভিযোগ, গতকাল সকালে যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের নাম তুলেই ১০০ জন হয়ে গেছে। অথচ রাতে লাইন দেওয়ার সময় পুরসভার তরফে সেই তথ্য দেওয়া হয়নি। প্রায় ১ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ-বিশৃঙ্খলা। পুরসভা সূত্রে খবর, পরে সিদ্ধান্ত নেওয়া হয়, যাঁরা এদিন লাইন দিয়েছেন তাঁদের প্রত্যেকের ফর্মই জমা নেওয়া হবে। তারপর অশান্তি মেটে।