তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গাছতলায় পড়াশুনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গাছতলায় পড়াশুনা

রাহুল পাসওয়ান, আসানসোলঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে চলছে পড়ুয়াদের নিয়ে গাছতলায় পড়াশুনা। এমন চিত্র ধরা পড়ল আসানসোল হিরাপুরের লালবাহাদুর শাস্ত্রী স্কুল মাঠে। করোনা কালে সরকারী নির্দেশিকা মেনে বন্ধ রয়েছে স্কুলের পঠন পাঠন। এমতাবস্থায় প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের পড়াশুনার অভ্যাসে রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে এই ধরনের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি অশোক রুদ্র। শুক্রবার হিরাপুরের এই স্কুল মাঠে কোভিড বিধি মেনে স্কুলের বাচ্চাদের পঠন পাঠন করতে লক্ষ্য করা যায়।

এদিন তৃণমূলের ৭৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক রুদ্র বলেন, পাহাড়, সুন্দরবন, এমনকি সমতলেও আমাদের সংগঠনের শিক্ষকরা কোভিড পরিস্থিতিতে কোভিড বিধি মেনে পঠন পাঠন করিয়েছে। তবে ৭ তারিখ থেকে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। এবার আর এভাবে পড়ানোর দরকার পড়বে না।