নিজস্ব সংবাদদাতাঃ ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী বলেছেন, বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া যাবে না। এই মন্তব্যে নাম না করে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন উপাচার্য, এই অভিযোগ শাসকদলের একাংশের। রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার পাল্টা অভিযোগ, বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন। উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে।