নিজস্ব সংবাদদাতা : কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুনের অভিযুক্তদের ধরতে এবার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল সিবিআই।গত বছরের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুনের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই অভিজিৎ সরকারের খুনের অভিযোগেরও তদন্ত করছে। এই ঘটনার তদন্তে এর আগে ১২ জনের বিরুদ্ধে জারি হয়েছে ওয়ারেন্ট। ঢ্যাঁড়া পিটিয়ে নোটিস জারি করেছে সিবিআই। সেই মামলায় এবার জারি হল হুলিয়া।সিবিআই সূত্রে দাবি, অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও পাপিয়া বারিকের বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া।