নিজস্ব সংবাদদাতাঃ করোনা রিপোর্ট পজিটিভ আসে সন্ধ্যা মুখোপাধ্যায়-এর। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। সেখানেও অতিদ্রুত তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে খবর, অবস্থা বিশেষ ভাল নয় ‘গীতশ্রী’র। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। সন্ধ্যাদেবীর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, সন্ধ্যার চিকিৎসার জন্য মোট পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।