নিজস্ব সংবাদদাতাঃ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়। মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। চলতি বছর ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার মৌনী অমাবস্যা পালিত হবে। এদিন গঙ্গা স্নান ও মৌন ব্রত রাখার প্রথা প্রচলিত আছে। এদিন স্নান-দান করলে পুণ্য লাভ করা যায়। অমাবস্যা তিথি শুরু- ৩১ জানুয়ারি (সোমবার) দুপুর ২টো ১৮ মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত- ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা ১৫ মিনিটে।