জেনে নিন মৌনী অমাবস্যার দিনক্ষণ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জেনে নিন মৌনী অমাবস্যার দিনক্ষণ


নিজস্ব সংবাদদাতাঃ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়। মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। চলতি বছর ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার মৌনী অমাবস্যা পালিত হবে। এদিন গঙ্গা স্নান ও মৌন ব্রত রাখার প্রথা প্রচলিত আছে। এদিন স্নান-দান করলে পুণ্য লাভ করা যায়। অমাবস্যা তিথি শুরু- ৩১ জানুয়ারি (সোমবার) দুপুর ২টো ১৮ মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত- ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা ১৫ মিনিটে।