নিজস্ব সংবাদদাতাঃ ১৩ই জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফির। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় রঞ্জি ট্রফি। কিন্তু বর্তমানে করোনার হার একটু কম হওয়ায় আবারও শুরু হওয়ার পথে রঞ্জি ট্রফি। এই বিষয়ে একটি বৈঠকও হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই মুখপাত্র সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সচিব জয় শাহ ও বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল। এই বিষয়ে অরুণ ধুমল জানান, “প্রতিযোগিতা কী ভাবে করা যায় তার বিভিন্ন সম্ভাবনা আমরা খতিয়ে দেখছি। স্থগিত করার সময় সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এখন তা ক্রমশ কমছে। আগামী মাসে এই প্রতিযোগিতা শুরু করা যায় কিনা সেটা আমরা ভাবছি। হয়তো আইপিএল-এর পরে রঞ্জি ট্রফি শেষ করা হবে।”