নিজস্ব সংবাদদাতাঃ অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসলেন ভূমি দফতরের আধিকারিক ও পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের মনিদহতে কংসাবতী নদীর একটি খাদানে হানা দেয় ভূমি দফতরের আধিকারিক প্রণবেশ প্রধান ও গুড়গুড়িপাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জী। জানা গিয়েছে, মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার কংসাবতী নদীতে বেশ কয়েকটি বালি খাদানের অনুমতি রয়েছে সরকারী ভাবে। এমনই একটি খাদানের মালিক সরকারী অনুমতি পাওয়া নির্দিষ্ট প্লটের বাইরে গিয়ে বালি উত্তোলন করছিলেন বলে অভিযোগ যায় ভূমি দফতরে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ভাবে বালি তোলা হলে নদীর পাড় ভাঙার আশঙ্কা থাকছে। পাশাপাশি অবৈধ ভাবে বালি উত্তোলনে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। এদিন পুলিশ ও ভূমি দফতর যৌথ অভিযান চালালেও বাজেয়াপ্ত বা কাউকে গ্রেফতার করা হয়নি। ভূমি দফতরের আধিকারিক প্রণবেশ প্রধান জানিয়েছেন, অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ পেয়েছিলাম। সেই মতো যাওয়া হয়েছিল। সবকিছু ঠিক আছে। সরকারী নিয়ম মেনে বালি তোলা হচ্ছে। তিনি বলেন, অবৈধ বালি কারবার রুখতে নিয়মিত অভিযান চলবে খাদানগুলিতে।