দিগবিজয় মাহালী, ডেবরাঃ ডেবরার ২ নং ভরতপুর অঞ্চলের মকারিমপুর মৌজায় সরকারের চিহ্নিত জায়গার বাইরে প্রচুর বালি তুলেছে খাদান মালিকরা। এই অভিযোগ করেছিল গ্রামবাসীরা। কিন্তু শোনে কে? সবাইয়ের কান বন্ধ ছিল। লাগাতার আন্দোলন ও বাঁশ দিয়ে বালি খাদান ঘেরতেই আসল ঘটনা ফাঁস হল বৃহস্পতিবার।যার জেরে BL & LRO নিজেই খাদান মালিকদের বিরুদ্ধে অভিযোগ জানাবে বলে জানান। এর কারন গত কদিনে বৈধ খাদানের জায়গায় বালি না তুলে তার বাইরের জায়গায় লাগাতার বালি তুলেছে খাদান মালিকরা। এতে যদিও উদাসীনতা ছিল দফতরের অকপটে স্বীকার করেছেন ভূমি দফতরের এক আধিকারিক।কারন গ্রামবাসীদের অভিযোগ বার বার আসায় বৃহস্পতিবার খাদানের এরিয়া মাপ করতে হাজির হন ডেবরা থানার পুলিশ,ডেবরা BL & LRO। এবং সেই মাপ হতেই চক্ষু চড়কগাছ। মাপের বাইরে রাজ্য সরকারের রাজস্ব চুরি অর্থাৎ প্রচুর বালি তুলেছে খোদ খাদান মালিকরা। আর তার জেরেই আজকেই একটি রিপোর্ট তৈরী করে থানায় লিখিত অভিযোগ জানাবেন ডেবরা BL & LRO। এমনটাই এ এন এম নিউজের প্রতিনিধিকে জানিয়েছেন তিনি।