নিজস্ব সংবাদদাতাঃ ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। বৃহস্পতিবার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ নিয়ে বাঙালির একাংশের বিরদ্ধে টুইটারে তোপ দাগলেন তথাগত রায়। তিনি টুইট করে বলেন, 'আমার সাত দশকেরও বেশি সময় ধরে মানব প্রকৃতি পর্যবেক্ষণ করে, আমি এখনও শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি কিছু বাঙালি হিন্দুর মনোভাব দেখে বিস্মিত হই। আমি ইতিহাসের অজ্ঞতা বুঝতে পারি, কিন্তু মূর্খতা নয়। তিনি না থাকলে একদিন সারা বাংলা চলে যেত পাকিস্তানে। তাঁর জন্যই হয়নি। সিন্ধী ভাষার মতোই বাংলা ভাষা ভারতের অন্যান্য ভাষার মধ্যে হারিয়ে যেত। কিন্তু সিন্ধিরা উদ্যোগী এবং নিজেদের জন্য ভালো করেছে। অনেক বাঙালিকে ভিক্ষা করতে হতো এবং ভারতের অন্য কোনো রাজ্যে বসবাস করতে হতো। ধর্মান্তরিত হতে হতো বা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হতো।'