নিজস্ব সংবাদদাতাঃ স্কুল খোলার দাবিতে হাইকোর্টে চতুর্থ জনস্বার্থ মামলা দায়ের হল। অনলাইনে পড়াশুনোয় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ড্রপ আউট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে আবেদন জানিয়েছেন মামলাকারী স্কুল শিক্ষক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর আগে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। সবকটি মামলা একত্রে শুনানির সম্ভাবনা।