নিজস্ব সংবাদদাতাঃ ভারতে বিপন্ন গণতন্ত্র, বাড়ছে ধর্মীয় বিভাজন। সাম্প্রতিককালে ধর্মই হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতার উৎস। ৭৩ তম সাধারণনতন্ত্র দিবসে অনলাইনে একটি অনুষ্ঠানে এভাবেই নিজের বক্তব্যে বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। তিনি বলেন, “গত কয়েক বছরে আমরা এক ধরনের প্রবণতা দেখছি, তা হল এতদিনের নাগরিক জাতীয়তাবাদকে সরিয়ে সাংস্কৃতিক জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা দেওয়ার প্রবণতা ।” প্রাক্তন উপ-রাষ্ট্রপতি আরও বলেন, “ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির চেষ্ঠা চলছে রাজনৈতিক ক্ষমতা পেতে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সামনে আসছে অসহিষ্ণু মানসিকতা, একপক্ষের উপর কর্তৃত্ব করার চেষ্টা হচ্ছে। অস্থিরতা ও নিরাপত্তাহীনতার প্রচার চালানো হচ্ছে।” এইসঙ্গে হামিদ বলেন, “এই প্রবণতার সঙ্গে আমাদের লড়তে হবে। জবাব দিতে হবে আইনিভাবে তথা রাজনৈতিকভাবে।” এদিকে হামিদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। তিনি বলেন, “যে কোনও ভাবে মোদিকে আঘাত করতে গিয়ে ভারতকেও আঘাত করা হচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক।” তিনি আরও বলেন, “যাঁরা এতদিন সংখ্যালঘু ভোটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাঁরাই আজ দেশের সুপরিবেশকে নষ্ট করতে চাইছে।”