হরি ঘোষ, দুর্গাপুরঃ করোনার জন্য সারা রাজ্য জুড়ে বিধিনিষেধ লাগু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বন্ধ রাখা হয়েছে সমস্ত পর্যটন কেন্দ্র। যার জেরে সমস্যায় পড়েছেন দুর্গাপুরের গান্ধী মোড়ের সমস্ত টুরিস্ট বাসের মালিকরা এবং বাস কর্মীরা। তাই পর্যটন কেন্দ্রগুলো খোলার দাবি জানিয়ে প্লেকার্ড নিয়ে গান্ধী মোড় থেকে মিছিল করে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বাস মালিকরা এবং বাসের কর্মীরা। বাস মালিকদের দাবি রাজ্য জুড়ে করোনার জন্য সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ফলে ক্ষতি হয়েছে টুরিস্ট বাসের ব্যবসায়। একদিকে যেমন টুরিস্ট বাসের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনই আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসের সাথে যুক্ত কর্মীদের। যাতে দ্রুত পর্যটন কেন্দ্রগুলো খোলা যায় সেই আবেদন নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর গান্ধী মোড় থেকে তারা মিছিল করে এসে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন।