করোনা বিধিনিষেধ ভেঙে তৃণমূলের দেওয়া কম্বল নিতে হুড়োহুড়ি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
করোনা বিধিনিষেধ ভেঙে তৃণমূলের দেওয়া কম্বল নিতে হুড়োহুড়ি

হরি ঘোষ, দুর্গাপুর: বৃহস্পতিবার ব্যাপক ভিড় জমিয়ে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে হল দুঃস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠান। আয়োজক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। কম্বল নিতে ভিড় বাড়িয়ে হুড়োহুড়ি পড়ে গেল তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে। দুঃস্থ মানুষজন এই শীতে কম্বল নিতে ভিড় জমালেন এই অনুষ্ঠানে। এত মানুষের হুড়োহুড়ি তাও আবার সংক্রমণের সরকারি বিধি ভেঙে খুব একটা অনুতপ্ত নন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। দুর্গাপুর সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় তিন হাজার মানুষকে এই দিন কম্বল বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ও জয় হিন্দ বাহিনীর রাজ্য নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় এদিনের কর্মসূচির মঞ্চ থেকে বিজেপিকে একহাত নেন, গেরুয়া শিবিরের পরিণতি আরও খারাপ হবে বলে দাবি করেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তবে মারণ ব্যাধির সংক্রমণ রুখতে আরোপ করা সরকারি বিধিনিষেধ ভেঙে যেভাবে খোদ প্রশাসনিক কর্তাদের সামনে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর কর্মসূচি হল তাকে ঘিরে অতিমারীর এই সংকটময় মুহূর্তে সমালোচনার ঝড় বইলো ।