নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সাত সকালে নিউ দিঘার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২টি ইঞ্জিন। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে অনুমান করা হচ্ছে। নিউ দিঘার বিখ্যাত ভিক্টোরিয়া হোটেলে আগুন লেগেছে। এই আগুনের কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, জানলার কাঁচ ভেঙে পর্যটকদের উদ্ধার করা হয়েছে।