নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের বাজারে অস্থিরতার জের। সংসদে বাজেট অধিবেশনের মাত্র দিন পাঁচেক আগে রীতিমতো ধস নামল শেয়ার বাজারে। সেনসেক্স একধাক্কায় নেমে গেল হাজার পয়েন্টের বেশি। নিফটিতেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। সকাল সাড়ে ন’টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০১১ পয়েন্ট। একধাক্কায় সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় ৫৬ হাজারের ঘরে। সেনসেক্সের পাশাপাশি নিফটির হালও একই। এদিন নিফটি নেমে গিয়েছে ১৮০ পয়েন্ট। ১.৬২ শতাংশ পতনের ফলে দীর্ঘদিন বাদে নিফটি নেমে যায় ১৭ হাজার পয়েন্টের নিচে। বাজার বিশেষজ্ঞদের ধারণা বিশ্বের বাজারে অস্থিরতার জেরেই বম্বে স্টক এক্সচেঞ্জ রক্তাক্ত দিনের সাক্ষী থাকছে। মার্কিন প্রশাসন নীতি বদলানোর ফলে ওয়াল স্ট্রিট বড়সড় রক্তক্ষয়ী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে গোটা এশিয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।