নিজস্ব সংবাদদাতাঃ করোনার পর ওমিক্রনের দাপট শুরু হতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। হাসপাতালে ব্যাপক হারে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরই গত ৮ ডিসেম্বর “প্ল্যান বি” হিসাবে বিধিনিষেধ জারি করা হয়। তবে দেশবাসী খুব একটা ভালভাবে গ্রহণ করেননি সেই সিদ্ধান্ত। অধিকাংশ মানুষই ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছিলেন, তারা বিধিনিষেধ মানতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই সাধারণ মানুষের মন রাখতে প্রধানমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেই “প্ল্যান এ” অর্থাৎ ন্যূনতম করোনা বিধি ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার থেকে সত্যিই সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। আজ থেকে বদ্ধ জায়গায় মাস্ক পরার প্রয়োজন পড়বে না ব্রিটেনবাসীর। একইসঙ্গে বার-পাবে প্রবেশের জন্য টিকা সার্টিফিকেটও দেখাতে হবে না।