নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগে হাওড়ায় বাঘরোলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আবারও বাঘরোলের মৃত্যু। তবে এইবার ঘটনা ঘটেছে হুগলিতে। বুধবার সকালে চুঁচুড়ার সাহাগঞ্জ গরীব আমল বাগে বাঘরোলটিকে মৃত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় তাকে। তবে কীভাবে মৃত্যু হয়েছে ওই প্রাণীটির তা বলতে পারেননি এলাকাবাসী। তবে হয়ত কুকুরের আক্রমণেই মৃত্যু হয়েছে তার। এলাকার এক বাসিন্দা বলেন, “এটি একটি বাঘরোলের বাচ্চা। বিলুপ্ত প্রায় বন্য প্রাণী। কয়েকদিন ধরে আমরা একে এলাকার বিভিন্ন ছাদে ঘোরাঘুরি করতে দেখছিলাম। কিন্তু প্রথমে বুঝে উঠতে পারিনি এটা কী প্রাণী। তবে জীবন্ত অবস্থায় যদি দেখতে পেতাম তাহলে সংরক্ষণ করতাম। হয়ত ডানলপের জঙ্গল থেকে কোনও ভাবে চলে এসেছে এটি। গতকাল রাতে বৃষ্টির সময় কোনও বন্যপ্রাণী একে মেরে ফেলেছে।”