প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মশাল মিছিল তৃণমূল প্রার্থীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মশাল মিছিল তৃণমূল প্রার্থীর

রাহুল পাসওয়ান, আসানসোলঃ  ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসানসোল কাল্লা এলাকার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিং-কে মশাল মিছিল করতে দেখা যায়। পরীরা থেকে শুরু করে কাল্লা ব্রিজ পর্যন্ত এই মিছিল হয়। কোভিড প্রোটোকল না মানার প্রশ্ন বারবার উঠছে ১৪ নং ওয়ার্ডের প্রার্থী উৎপল সিংয়ের বিরুদ্ধে। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা অনুযায়ী লোক জমায়েত করে মিছিল মিটিং নিষেধ রয়েছে , কিন্তু ২৬ জানুয়ারি প্রায় ৫০০ অধিক লোক নিয়ে মিছিল করতে দেখা যায় প্রার্থীকে।  আগেও প্রার্থী লোক জমায়েত করে বাদামওয়ালা খ্যাত ভুবন বাদ্যকরকে  নিয়ে এসেছিল। তার দুদিন পর লোক জমায়েত করে হরিনাম সংকীর্তন র‍্যালি বের করেছিল। একের পর এক কোভিড প্রোটোকল না মেনে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থী উৎপল সিং-কে।