নিজস্ব সংবাদদাতা : রেলের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। বিহারে ট্রেনে আগুন ধরিয়ে দেয় পরীক্ষার্থীরা। চালায় ভাংচুরও। এই ঘটনায় একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, "আমি ছাত্রদের অনুরোধ করছি আইন হাতে না নেওয়ার জন্য। আমরা তাদের উত্থাপিত অভিযোগ এবং উদ্বেগগুলিকে গুরুত্ব সহকারে সমাধান করব। উত্তীর্ণ এবং অকৃতকার্য-ছাত্রছাত্রীদের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে তারা অভিযোগ জানাতে পারবে। কমিটি রেলকে এ বিষয়ে রিপোর্ট দেবে। ছাত্ররা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কমিটিতে তাদের অভিযোগ জমা দিতে পারে। কমিটি অভিযোগগুলি পরীক্ষা করবে এবং ৪ মার্চের আগে তাদের রিপোর্ট জমা দেবে। সমস্ত আরআরবি চেয়ারম্যানদের ছাত্রদের উদ্বেগের কথা শুনতে, তাদের সংকলন করে কমিটিতে পাঠাতে বলা হয়েছে। এই উদ্দেশ্যে একটি ইমেল ঠিকানা সেট আপ করা হয়েছে। কমিটি দেশের বিভিন্ন স্থানে গিয়ে অভিযোগ শুনবে।"