ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকে ওমিক্রন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকে ওমিক্রন!

নিজস্ব সংবাদদাতাঃ গবেষণায় জানা গিয়েছে, মানুষের ত্বকে ২১ ঘণ্টা অবধি বেঁচে থাকতে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট। পাশাপাশি গবেষণায় দাবি করা হয়েছে প্লাস্টিকে ৮ দিন বা ১৯২ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে ওমিক্রিন। এই কারণে ওমিক্রন করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট গুলির তুলনায় অনেক বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়ে বলেই দাবি গবেষকদের। এই গবেষণাতে অন্যান্য ভ্যারিয়েন্ট গুলি নিয়েও কাজ করেছেন গবেষকরা। তাতে উঠে এসেছে, করোনার আলফা, বিটা, গামা ও ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাসটিকের ওপর যথাক্রমে ১৯১.৩ ঘণ্টা, ১৫৬.৬ ঘণ্টা, ৫৯.৩ ঘণ্টা এবং ১১৪ ঘণ্টা জীবিত থাকে। সেখানে ওমিক্রন ১৯৩.৪ ঘণ্টা জীবিত থাকে।  এছাড়া ত্বকের ওপর আলফা ১৯.৬ ঘণ্টা, বিটা ১৯.১ ঘণ্টা, গামা ১১ ঘণ্টা, ডেল্টা ১৬.৮ ঘণ্টা এবং ওমিক্রন ২১.১ ঘণ্টা জীবিত থাকে।