নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের বিজেপি সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ সম্মান প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তাতে বিতর্ক কমছে কই। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বুদ্ধবাবুর এই পদ্ম সম্মান প্রাপ্তি নিয়ে রীতিমতো আক্রমণাত্মক। দলীয় মুখপত্রে তৃণমূল দাবি করেছে, এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস যে রাম-বাম ঘোঁটের কথা বলে আসছে বুদ্ধদেবের পদ্ম সম্মান প্রাপ্তিতে সেটাই প্রতিষ্ঠিত হল। প্রতিবেদনে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী বা সংস্কৃতিমন্ত্রী থাকাকালীন বিজেপির তৎকালীন হেভিওয়েট লালকৃষ্ণ আডবানীর সঙ্গে মধুর সম্পর্ক ছিল বুদ্ধদেবের। দিল্লি গিয়ে তিনি আডবানীর কাছে একের পর এক দাবি আদায় করে এনেছেন। আডবানীও প্রকাশ্যে বুদ্ধদেবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন। শেষ ১০ বছরে সিপিএমের ভোট বিজেপিতে গিয়ে জড়ো হয়েছে। বুদ্ধবাবুকে সম্মান দিয়ে বিজেপি আসলে সিপিএম ভোটারদের ভোট অফ থাঙ্কস জানাল।” বুদ্ধ-আডবানীর সুসম্পর্ক এবং বুদ্ধদেবের পদ্মপ্রাপ্তি, এই দুই ঘটনার নেপথ্যে ‘একে একে দুই’ সমীকরণ দেখছে রাজ্যের শাসকদল। রাজ্যপাল জগদীপ ধনখড় যে বারবার অসুস্থ বুদ্ধবাবুকে দেখতে যান, তার নেপথ্যেও এই বিজেপি-সিপিএম সখ্যই দেখছে তৃণমূল।