৯১টি নির্ভয়া স্কোয়াডের উদ্বোধন করলেন উদ্ধব ঠাকরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৯১টি নির্ভয়া স্কোয়াডের উদ্বোধন করলেন উদ্ধব ঠাকরে

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রে ৯১ টি নির্ভয়া স্কোয়াড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। মন্ত্রী আদিত্য ঠাকরে এ প্রসঙ্গে বলেছেন, "স্কোয়াডগুলিতে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা এবং পুরুষ অফিসাররা মুম্বাই জুড়ে ২৪*৭ নিযুক্ত থাকে। কেউ অবিলম্বে সহায়তার জন্য ১০৩ ডায়াল করতে পারে।"