পরিচালন কমিটির রদবদল নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পরিচালন কমিটির রদবদল নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গ বিজেপির অন্দরে বিরোধের আগুন অব্যাহত। সদ্যই বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারপরেই সাংবাদিক বৈঠক করে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন জয়প্রকাশ। এবার, পরিচালন কমিটির রদবদল নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্তর কথায়, ” জেলা কমি়টির কোনও ডেডলাইন নেই। আর সময়ে তো বদল আনতেই হবে। সেই মতোই কমিটিতে কিছু হেরফের করা হয়েছে। তাও কোভিডের জন্য আমরা পিছিয়ে গিয়েছি। এর মধ্যে কোনও বার্তা দেওয়ার কিছু নেই। যা হওয়ার তাই হচ্ছে। রাজনীতিতে অনুগামী বলে কিছু হয় না। আগে দিলীপ ঘোষ সভাপতি ছিলেন। তখন আমরা সবাই তাঁর অনুগামী ছিলাম। এখন আমি সভাপতি। সবাই বিজেপির অনুগামী। পতাকার অনুগামী। কিছু করার নেই। মেনে নিতে হবে এটা।”