এবার শিক্ষকের ভূমিকায় মালা-ফিরহাদ-অতীন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার শিক্ষকের ভূমিকায় মালা-ফিরহাদ-অতীন!

নিজস্ব সংবাদদাতাঃ প্রকল্পের ক্ষেত্রে আর্থিক প্রস্তাব কীভাবে প্রস্তুত করতে হয়, অধিবেশনে কোন নিয়ম মেনে প্রশ্ন-উত্তর করা যায়? এমনই নানা পদ্ধতি ও নিয়ম-কানুন শেখাতে নবনির্বাচিত কাউন্সিলরদের পাঠ দেবেন মেয়র ফিরহাদ হাকিম। প্রশাসনের সঙ্গে কীভাবে যোগসূত্র বজায় রেখে নাগরিকদের পুর-পরিষেবা স্বচ্ছন্দে‌ পৌঁছে দেবেন তারও খুঁটিনাটি জানাবেন তিনি। একই সঙ্গে কোনও প্রকল্পে আর্থিক প্রস্তাব কীভাবে উত্থাপন করতে হয়, কীভাবে বাজেট চূড়ান্ত হয় তাও এই বিশেষ কর্মশালায় শিখিয়ে দেবেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে টানা তিন ঘণ্টার এই ‘ক্লাস’ চলবে শনিবার টাউন হলে। শিক্ষকের ভূমিকায় মেয়র ছাড়াও থাকছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবং চেয়ারপারসন মালা রায়। কোভিড যুদ্ধ ছাড়াও ডেঙ্গু-ম‌্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের নিরিখে কলকাতা পুরসভা দেশের মধ্যে সেরা হয়েছে। আর এই লড়াইয়ে অন‌্যতম কান্ডারি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবার নবনির্বাচিত কাউন্সিলরদের শেখাবেন কীভাবে সাধারণ নাগরিকদের স্বাস্থ‌্য পরিষেবা পৌঁছে দিতে হবে।