প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যানে সরগরম রাজনীতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যানে সরগরম রাজনীতি

নিজস্ব সংবাদদাতাঃ সদ্যই পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যানে ইতিমধ্যে সরগরম রাজনীতি। বাম শিবিরের দাবি, বুদ্ধবাবুকে সম্মান প্রদান কেন্দ্রের রাজনৈতিক স্টান্ট। অন্যদিকে তৃণমূলের দাবি, বুদ্ধবাবুকে সম্মান প্রদানে বাম-রামের যোগ স্পষ্ট। এ নিয়ে থেমে নেই গেরুয়া শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বুদ্ধদেব বাবুর পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সামাজিক ও প্রশাসনিক অবদানকে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার মনে করেছে পদ্মভূষণে সম্মানিত করা উচিত। তাই দেওয়া হয়েছে। পুরস্কার প্রত্যাখ্যান করা নিয়ে খামখা রাজনীতির কোনও দরকার নেই। এটা অনভিপ্রেত।”