রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটাতে ভারতের ভূমিকাকে স্বাগত জানাল আমেরিকা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটাতে ভারতের ভূমিকাকে স্বাগত জানাল আমেরিকা

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে কিয়েভের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ন্যাটো সামরিক জোট। এহেন জটিল পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে অংশ নেওয়ার জন্য ভারতকে ‘আমন্ত্রণ’ জানাল আমেরিকা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের ভূমিকা নিয়ে জেন সাকি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা যে কোনও মিত্র দেশের সহযোগিতাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা বন্ধু দেশগুলির সঙ্গে যোগাযোগ করেছি। এক্ষেত্রে ভারত ভূমিকা নিলে সেই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে এনিয়ে ভারতীয় অধিকারিকদের সঙ্গে হওয়া কোনও নির্দিষ্ট আলোচনা নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই।”