নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দামের মধ্যে দেশীয় সরকারি তেল কোম্পানি আইওসিএল আজ বুধবার পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করেছে। আইওসিএলের তথ্য অনুযায়ী, আজও দেশে পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি। এই নিয়ে দেশে টানা ৮৩দিন পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত। শেষবার ৪ নভেম্বর ২০২১ এ দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন করা হয়েছিল। ওই দিনই কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উৎপাদক শুল্ক যথাক্রমে ৫ এবং ১০ টাকা কম করেছিল। এরপরই দেশের বেশকিছু শহরে পেট্রোল ডিজেলের দাম ১০০ টাকা প্রতি লিটারের নীচে নেমে যায়। অন্যদিকে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে লাগাতার ওঠানামা বজায় রয়েছে। গত নভেম্বর মাস থেকে ক্রড অয়েলের দাম প্রতি ব্যারেল ৬৯ ডলার থেকে ৮৫ ডলারের মধ্যে থেকেছে। কলকাতায় এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।