নিজস্ব সংবাদদাতাঃ গতকাল দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ‘পদ্ম’ পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছিল কেন্দ্র। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজনৈতিক নেতা থেকে শিল্পপতি, একাধিক ব্যক্তিকে এই সম্মানে ভূষিত করার কথা জানিয়েছিল মোদী সরকার। সংসদীয় রাজনীতিতে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ প্রাপকদের তালিকায় নাম ছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদের। আজাদের পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণার পরই নতুন করে বিভিন্ন রাজনৈতিক জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। প্রবীণ কংগ্রেস নেতার পদ্মভূষণ নিয়ে কটাক্ষ করলেন আরও এক প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। টুইটারে কটাক্ষ করেছেন এই প্রবীণ আইনজীবী। তিনি লিখেছেন, “পদ্মভূষণ পাচ্ছেন গুলাম নবি আজাদ। অভিনন্দন ভাইজান। এটাই সব থেকে হাস্যকর বিষয় যে কংগ্রেসে তাঁর পরিষেবার প্রয়োজন নেই যখন দেশ জনজীবনে তাঁর অবদানকে স্বীকৃতি দিচ্ছে।”