নিজস্ব প্রতিনিধি-জাহ্নবী কাপুর বুধবার ইনস্টাগ্রামে রাজকুমার রাও-এর সাথে তার আসন্ন সিনেমা "মিস্টার অ্যান্ড মিসেস মাহি"-র কিছু ফুটেজ শেয়ার করেছেন। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে, তিনি ক্রিকেটার দীনেশ কার্তিকের সাথে তার ব্যাটিং দক্ষতার প্রতি সম্মান প্রদর্শন করছেন।অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, "ক্রিকেট ক্যাম্প। মিস্টার অ্যান্ড মিসেস মাহি।" উচ্ছ্বসিত অনুরাগীরাও মন্তব্য বিভাগে প্রশংসামূলক মন্তব্য করেছে।