অপর্যাপ্ত ও দূষিত জল সঙ্কটে এলাকাবাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অপর্যাপ্ত ও দূষিত জল সঙ্কটে এলাকাবাসী

আদৃতা ভট্টাচার্য: দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলের মূর আ্যভেনিউ এলাকায় বসবাসকারীদের এখন জল সঙ্কটে পড়তে হয়েছে। এলাকার ৯৭ নং ওয়ার্ডটিতে দেখা দিয়েছে অপর্যাপ্ত এবং দূষিত জল। এলাকার বহু বাড়িতেই সময়মতো জল পৌঁছোয় না। কর্পোরেশনের জলের গাড়ি, ‘ভাড়ি'র টানা জল প্রভৃতি দিয়েই এলকাবাসী নিজেদের জলের চাহিদা পূরণ করছেন। এছাড়াও এলাকায় জলের সাপ্লাই হিসেবে গার্ডেনরিচের জলই এলাকাবাসী ব্যবহার করে থাকে বরাবর। কিন্তু, বেশ কয়েক মাস ধরে সেই পানীয় জল ও ব্যবহার্য জলে দেখা দিয়েছে সমস্যা। কেননা, জলের রঙ, স্বাদ ও গন্ধ সবেতেই দূষণের ছাপ স্পষ্ট। জলে অতিমাত্রায় আয়রনের পরিমাণ থাকায় জলের রঙ বেশ লাল। এছাড়াও দূর্গন্ধযুক্ত এবং ঘোলাটে বর্ণের জল এলাকাবাসী ব্যবহার করছেন। এলাকা জুড়ে এই নিয়ে অধিবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জনৈক ব্যক্তির বলেন, “আমাদের বাড়িতে আমরা চারজন সদস্য। সকলেই গার্ডেনরিচের এই জলই পানীয় এবং অন্যান্য কাজে ব্যবহার করি। দিন কয়েক ধরে জল খেতে গিয়ে এক দূর্গন্ধ পাচ্ছি। প্রথমে আমাদেরই ট্যাঙ্ক অপরিস্কার আছে কিনা তাই ভেবে তা পরিস্কার করাই এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিই। কিন্তু তা সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হয়নি। এছাড়াও, পর্যাপ্ত জলেরও সরবরাহ অনেক সময়ই পাই না। আমরা আমাদের এই সমস্যার কথা কলকাতা কর্পোরেশনকে জানানো হলেও তার সুরাহা এখনও পর্যন্ত হয়নি। তবুও আমরা আশাবাদী যে তিনি দ্রুত এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।“