নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র ৪ দিন পরেই আসতে চলেছে বাঙালির আবেগের ডার্বি। আইএসএল-এর মরশুমের এটি দ্বিতীয় ডার্বি। হাবাসের অধীনে প্রথম ডার্বি মোহনবাগান জিতেছিল ৩-০ গোলে। কিন্তু এটি জুয়ান ফেরান্দোর জীবনের প্রথম ডার্বি। এদিন তিনি ডার্বি নিয়ে তাঁর ব্যক্তিগত উচ্ছ্বাসের কথা জানান। তিনি ক্লাবের ইতিহাস, ডার্বির গুরুত্ব ও কলকাতা ফুটবলের গুরুত্ব সম্পর্কে যে অবগত তাও জানিয়ে দেন তিনি।