নিজস্ব সংবাদদাতাঃ জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি। আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে বলেন, 'এতজন বিজেপি নেতার মুখে নানা কথা। অথচ সাসপেন্ড শুধু দুজন। বাকিরা অক্ষত। বিশেষত 'কামিনীকাঞ্চন' তত্ত্বের জনক। তাঁর বিরুদ্ধে চিঠি নয়। ভর্ৎসনা নয়। নিন্দা নয়। বিরোধিতা নয়। অর্থাৎ 'কামিনীকাঞ্চন' তত্ত্বেই যে বিজেপি চলছে, তাতে মান্যতা দিচ্ছে নেতৃত্ব। তত্ত্বের জনকের নৈতিক জয়।'