হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কোক ওভেন প্লান্টের 'গ্যাস হোল্ডার'! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, শুরু রাজনৈতিক তরজা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কোক ওভেন প্লান্টের 'গ্যাস হোল্ডার'! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, শুরু রাজনৈতিক তরজা

হরি ঘোষ, দুর্গাপুর : শিল্পশহর দুর্গাপুরের এক সময়ের গর্ব দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার কোক ওভেন প্লান্টের 'গ্যাস হোল্ডার' ভেঙে ফেলা হল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক তরজা। একটি লাভ জনক সংস্থা হিসেবে সত্তরের দশকে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কারখানার অন্তর্গত কোক ওভেন কারখানাটি কয়লা থেকে উৎপাদিত গ্যাস সরবরাহ করত দুর্গাপুর ইস্পাত কারখানা এবং পরবর্তী শিল্পকারখানা গুলোর কাছে। শুধু তাই নয় পাইপ লাইনের মাধ্যমে ডোমেস্টিক গ্যাস হিসেবে সরবরাহ করা হতো শহর কলকাতায় । যা ব্যবহার করা হতো রান্নার কাজে। সে সব আজ বর্তমানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার অতীত গল্প মাত্র। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বগতা মিত্র জানান, সরকারি নিয়ম অনুযায়ী স্ক্রাব করা দেওয়া হয়েছে। টেন্ডারে যে সংস্থা বেশি দাম দিয়েছিল সেই সংস্থাকে দেওয়া হয়েছে। এখন এগুলি ব্যবহার হয় না। তাই এগুলিকে বিক্রি করে যে অর্থ আসবে সংস্থার কাছে তাতে ডিপিএলের পুনর্জীবন সম্ভব। যদিও এই নিয়ে শাসক-বিরোধী শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।