ফের বাঘের আতঙ্ক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের বাঘের আতঙ্ক



দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শালবনি ব্লকের কন্যাবালি গ্রাম এবং কুমিরকাটা গ্রামে বাঘের আতঙ্ক। গ্রামের বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে একটি অজানা জন্তুর পায়ের ছাপ, সেটি শেয়াল ও অন্যান্য জন্তুর থেকে অনেক বড়ো। এর আগেও এই এলাকাতেই বাঘের আগমন ঘটেছিল। কন্যা বালি গ্রামের ষাটোর্ধ্ব বিমল মাহাতোর দাবি, তিনি একটি জন্তু দেখেছেন যেটি শেয়ালের থেকেও অনেক বড় এবং গায়ে ছাপা ছাপা দাগ রয়েছে। জন্তুটি বাঘ, এলাকায় বনদফতর তল্লাশি চালাচ্ছে, জাল নিয়ে আসা হয়েছে পাতার জন্য। তবে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিদ্যমান। জঙ্গল থেকে জীবিকা নির্বাহ করে গ্রামের গরিব মানুষ গুলি আতঙ্কের কারণে তারা জঙ্গলে যেতে পারছে না।