দিগ্বিজয় মাহালী, ডেবরা : দু্নীতির অভিযোগ তুলে 'সমবায় সমিতি বাঁচাও' পোস্টার পড়ল ডেবরার পাটনা এলাকায়, যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সমবায়ের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ডেবরা ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললো সমবায়েরই একাংশ। আর এই নিয়ে 'সমবায় সমিতি বাঁচাও' পোস্টার পড়ল ডেবরার পাটনা বাজারে। জমি জায়গা কেনা বেচা, ঘর কেনা বেচা, লোন না দেওয়া, গ্রাহকরা টাকা পাচ্ছে না, সাধারন সভা ডাকা হয়নি এক বছরের বেশি, এরকম বিভিন্ন অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। সমিতির সদস্যের একাংশ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে পোস্টার দিয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ গুলির তদন্তের দাবি করেছেন সমিতির একাংশ। অপরদিকে সমবায় সমিতির সেক্রেটারি জগন্নাথ মুলা জানান, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন, করোনাকালে বেশি সংখ্যক মানুষের জমায়েত না হওয়ার জন্য সমস্ত সাধারণ কৃষক সভা বন্ধ ছিল। ফেব্রুয়ারি মাসে যথাযথ সময়ে কৃষক সভা সব সংগঠিত হবে। এবং কৃষকদের স্বার্থে লোন সহ সমস্ত পরিষেবা প্রদান করার কাজ যথারীতি চলছে। যারা এই অভিযোগ করছে তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয়, উল্টে লোন হোল্ডার যারা রয়েছে তাদের বাড়ির গিয়ে লোন পরিশোধ না করার জন্য জানিয়ে এসেছে। এতে সমবায় সমিতির ক্ষতি করতে চাইছে ওরা। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সমবায়ের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।