নিজস্ব সংবাদদাতাঃ আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়। সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত। এছাড়াও দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন। বেলুড়মঠে আজ ভোর পৌনে ৫টায় স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হয়। এরপর স্বামীজির মন্দির, ঘর ও শ্রীরামকৃষ্ণের মন্দিরে সারাদিন ধরে চলবে বেদপাঠ, স্তবগান, সহ বিভিন্ন অনুষ্ঠান। তবে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশাধকার নেই বেলুড়মঠে।