নিজস্ব সংবাদদাতাঃ প্রথমে কারণ দর্শানোর নোটিস। তারপর ২৪ ঘণ্টার মধ্যে সাময়িকভাবে বরখাস্তের নোটিস দেওয়া হল রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে। সোমবার রাজ্য বিজেপির কার্যালয় সম্পাদক প্রণয় রায় জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে চিঠি পাঠান। সেখানে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শুরু হওয়া দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।’ নিচে লেখা রিতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের নাম।