নিজস্ব সংবাদদাতাঃ বিদ্রোহ জারি বঙ্গ বিজেপিতে। শোকজের পরেও বেলাগাম দুই পদ্ম নেতা। রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার। এরই মধ্যে বিক্ষুব্ধ রীতেশের পাশে দাঁড়ালেন তথাগত রায়। সোমবার রীতেশের সমর্থনে তিনি বলেছেন, “রীতেশ বহু পুরানো দিনের কর্মী। রীতেশ যখন পার্টিতে এসেছে, তখন পার্টি খুব ছোট ছিল। ফলে ক্ষমতার স্বাদে রীতেশ পার্টিতে আসেনি।”