নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' (PMRBP) পাওয়া শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে প্রাপকদের ডিজিটাল শংসাপত্রও প্রদান করেন। পিএমআরবিপি ইভেন্টের সময়, প্রধানমন্ত্রী একজন পুরস্কারপ্রাপ্তকে জিজ্ঞেস করেন, "আপনিও বালমুখী রামায়ণ লিখেছেন... এত কাজ... আপনি কি আপনার শৈশব যাপন করতে পারছেন...?"। যার উত্তরে শিশুটি বলে, 'এটি ভগবান শ্রী রামের আশীর্বাদ যা আমাকে এত কাজ করতে চালিত করে'।