নিজস্ব সংবাদদাতা : স্কুলের দরজা খুলছে মহারাষ্ট্রে। সোমবার থেকে তাই স্কুলমুখী হয়েছে পড়ুয়ারা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। কোভিড প্রটোকল মেনে যথাযথভাবে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে, কোনও এলাকার স্কুল খোলা হবে কি হবে না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার স্থানীয় প্রশাসনের।