নিজস্ব সংবাদদাতাঃ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির দুই নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শো কজ করেছে রাজ্য বিজেপি কমিটি। এই চিঠি হাতে পাওয়ার পরই রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রীতেশ তিওয়ারি। একইসঙ্গে স্পষ্ট করে দিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। একইসঙ্গে রীতেশ দাবি তোলেন, শো কজের চিঠি তাঁর হাতে আসার আগে কীভাবে সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গেল তা নিয়ে দলের রাজ্য সভাপতি ব্যবস্থা নিন।