নিজস্ব সংবাদদাতা : "পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি বিভাগ দ্বারা পরিচালিত হত। আমাদের সরকার এনডিআরএফকে শক্তিশালী করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলি দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে আমাদের উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছে", পরাক্রম দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচনের পর বললেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "আমরা সংস্কারের পাশাপাশি ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসনের ওপর জোর দিয়েছি। আমরা এনডিআরএফকে আধুনিকীকরণ করেছি, সারা দেশে বিস্তৃত করেছি। পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য মহাকাশ প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাব্য সর্বোত্তম অনুশীলন গ্রহণ করা হয়েছে। নেতাজি বলতেন, 'স্বাধীন ভারতের স্বপ্নে বিশ্বাস হারাবেন না, বিশ্বের এমন কোনো শক্তি নেই যে ভারতকে নাড়া দিতে পারে।' আজ আমাদের একটা লক্ষ্য আছে স্বাধীন ভারতের স্বপ্ন পূরণ করা।"