নিজস্ব সংবাদদাতা : প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এ প্রসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, " গত ২ মাস ধরে তীব্র সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ দিল্লি সবসময়ই টার্গেটে থাকে। এ বছরও আমরা সতর্ক রয়েছি। ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো, সিএপিএফ কমান্ডো সহ ২০ হাজার জনের বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউন্টার ড্রোন প্রযুক্তি আকাশপথের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৬৫ কোম্পানি সহ সাতাশ হাজারের বেশি পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে।"