নিজস্ব সংবাদদাতাঃ এবারে বিক্ষুব্ধ নেতাদের শো কজ চিঠি ধরাল বিজেপি। জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে কারণ দর্শানোর চিঠি দিল বিজেপির রাজ্য কমিটি। রবিবারই এই শোকজের চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির কার্যালয় সম্পাদক প্রণয় রায়। চিঠিতে লেখা হয়েছে, গত কয়েকদিন ধরে দল বিরোধী বিবৃতি দিয়েছেন দীর্ঘদিনের এই দুই বিজেপি নেতা। দলের চোখে এ ধরনের ঘটনা শৃঙ্খলা ভঙ্গের সমান বলেই বিবেচিত হয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে এই কারণ দর্শানোর নোটিস দেওয়া হল।