নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেই লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস। এবার লাইনচ্যুত হল বিকানির এক্সপ্রেসের সেই ইঞ্জিন (২২৩৭৫)। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি জংশনের কাছে লাইনচ্যুত হয় ইঞ্জিনটি। মেরামতের জন্য ইঞ্জিনটি নিয়ে আসা হচ্ছিল। সেই সময় জংশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিন। সূত্রের খবর, আপাতত ইঞ্জিনটিকে লাইনে তোলার কাজ চালাচ্ছেন রেল কর্মীরা। ঘটনায় কোনও আহতের খবর নেই।