আগামীকাল স্কুল শিক্ষা বিভাগের প্রথম ওয়েবিনার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগামীকাল স্কুল শিক্ষা বিভাগের প্রথম ওয়েবিনার

নিজস্ব সংবাদদাতা : কোভিডের কারণে বন্ধ স্কুলের দরজা। এদিকে স্কুলে না যেতে পারায় মন খারাপ পড়ুয়াদের। দীর্ঘদিন বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না। তারওপর অনলাইন ক্লাসেও স্বচ্ছল নয় অনেকে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের প্রতি যত্নবান হওয়ার লক্ষ্যে ভার্চুয়ালি বিশেষ ওয়েবিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা বিভাগ। আগামীকালই হতে চলেছে প্রথম ওয়েবিনার। প্রথম ওয়েবিনারের বিষয় - কোভিড কালে শিক্ষার্থী মন। বর্তমান সময় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা, মনোযোগ, প্রয়োজনীয় দিক নির্দেশ ও অভিভাবক-শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে হতে চলেছে আলোচনা। রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওয়েবিনারের প্রথম অধিবেশন হবে একাদশ শ্রেণীর পড়ুয়া ও তাদের অভিভাবকদের জন্য। এছাড়াও থাকবেন মনোবিদ, প্যারেন্টিং কনসালটেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদরা। এরপর দ্বিতীয় অধিবেশন হবে স্কুলের শিক্ষকদের জন্য, দুপুর দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত।